ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ বাঁশখালী উপজেলার পৌরসভা ও ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ বাঁশখালী উপজেলার পৌরসভা ও ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত হয় গত ২৬ অক্টোবর শুক্রবার ১১ ঘটিকায় সময় জলদী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের হল রুমে, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ বাঁশখালী উপজেলার পৌরসভা ও ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলনে আর্শীবাদ প্রদান করেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ"বাংলাদেশর প্রধান উপদেষ্ঠা ঋষিকুল শিরোমনি, ঋষিধাম প্রতিষ্ঠাতা পরম পুজনীয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহরাজীর মানসপুত্র, কোকদন্ডী ঋষিধাম ও তুলসী ধাম মোহন্ত মহরাজ শ্রীমৎ স্বামী সুর্দশনানন্দ পুরী মহরাজ, মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন জলদী ঋষি মঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ রামানন্দ পুরী মহারাজ। সন্মেলন উদ্ভোধন করেন এড্ আশীষ কুমার চৌধুরী ( পি পি পটিয়া জ্জকোট,) এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড্ কাঞ্চন বিশ্বাস, সাধারন সম্পাদক ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, প্রধান আলোচক বাবু প্রদীপ কুমার গুহ, সদস্য সচিব ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা, অলক দাশের এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ঝনন্টু কুমার দাশ, সদস্য সচিব ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী উপজেলা, অনুষ্ঠান সঞলনা করেন মাষ্টার দোলন দাশ সন্ময়কারী, বাঁশখালী উপজেলা ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সন্মেলন প্রস্থুত কমিটি, এতে আরো বক্তব্য রাখেন,ডাঃ আশীষ কুমার শীল, কেন্দ্রীয় কমিটির সহ -সভাপতি, অধ্যাপক বাবুল কান্তি দেব, দিলিপ দও, দোলন কান্তি দাশ, সভাপতি মাষ্টার মিলন, দাতা কল্যান সংস্থা,ঋষি কেশ বিশ্বাস, রাজীব গুহ, যুগ্ন সদস্য সচিব ঋষি অদ্বৈতানন্দ পরিষদ দক্ষিণ জেলা, বিশ্বজিৎ দও (বাবু)), শিবশংকর দাশ, ছোটন কান্তি দেব, আঞলীক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাবু আনন্দ মোহন দাশ,বাবু শেখর চৌধুরী, বাবু রতন কান্তি নার্থ, মিটন সুশীল, ধীমান দাশ,বাবু নন্দন শিল, বাবু সাগর সুশীল, বাবু নগরবাশী শীল, নারায়ন মল্লিক, (নয়ন),মাষ্টার হারাধন দাশ, নির্মল শীল, সুমন দেব, প্রনব গুপ্ত (বাবু), সুমন তালুকদার, জিকুশর্মা, প্রমূখ। অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি এড্ কাঞ্চন বিশ্বাস,পৌরসভা ও ইউনিয়ান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন, উল্লেখ্য আগামী ০২.১১.১৮ ইং শুক্রবার ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ,বাঁশখালী শাখার সন্মেলন সাধনপুর "অদ্বৈত ধাম"প্রাঙ্গনে অনুষ্টিত হইবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ