Recents in Beach

Google Play App

কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
আজ ২৮ অক্টোবর, সকাল ১০ ঘটিকার সময় কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে "বিজয়ফুল" তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন কর, নারায়ণ সরকার, মিসেস গীতা দাশ, মোহাম্মদ ইদ্রিচ, এরশাদুল আলম চৌধুরী, স্বপন কান্তি বিশ্বাস, তপন কান্তি ধর, মোহাম্মদ মোরশেদ, এবং মিসেস গীতা রাণী বৈদ্য। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন সাইফুল আযম চৌধুরী, প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য