৯ বছরের শিশু বিশাল বাঁচতে চায়

বিএন ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের বিভূতি দাশ ও শিউলী রানী দাশের দরিদ্র পরিবারে জন্ম ৯ বছরের শিশু বিশাল কান্তি দাশের। স্থানীয় জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীতে পড়ে বিশাল। গত ৮ মাস ধরে হার্টের ছিদ্র জনিত সমস্যায় ভুগছে সে।
তার দরিদ্র পিতা বিভূতি দাশ শুক্রবার (১ জুন) এই প্রতিবেদককে জানান, বিশালের হার্টের অপারেশন না হলে সে বাঁচবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তার অপারেশনের জন্য প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় হবে বলেও জানিয়েছেন তারা। আমি খুবই দরিদ্র লোক। খুব কস্ট করে দিনাপাতি করতে হয় আমাদের। আমার ছেলের অপারেশনের জন্য এত টাকা কিভাবে জোগাড় করবো জানি না।
এদিকে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে বিশাল। হার্টের অপারেশন করা নিয়ে নির্ভর করছে তার জীবন মরণ। এজন্য সকলের সহযোগিতা কামনা করছেন বিশালের পরিবারের। তাঁকে বাঁচাতে সাহায্য পাঠানোর জন্য ০১৮২১৩২৮১১৫ নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানিয়েছেন বিশালের পিতা বিভূতি দাশ।
/বাঁশখালী প্রতিদিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ