যানবাহন ভেদে নির্ধারিত রঙ থাকলেও সাদা রশিদে মনগড়া টোল আদায়
মোঃ মনছুর আলম (এম আলম): চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী শঙ্খ নদীর তৈলারদ্বীপ সেতুতে আদায় করা হচ্ছে বেহিসাবি টোল। সরকারি ভাবে বিভিন্ন যানবাহন ভেদে বিভিন্ন রঙ দ্বারা টোকেন ফি নির্ধারণ করে দেওয়া হলেও শুধুমাত্র সাদা রশিদে মনগড়া টোল নিচ্ছে কর্তৃপক্ষ। খুঁজলেই দেওয়া হচ্ছে টোলের সাদা রঙের রশিদ, নইলে সেটিরও কোন খবর থাকে না। আবার সেই রশিদেও নেই আদায়কারীর স্বাক্ষর বা সড়ক বিভাগের কোন সিল। সাদা টোলের রশিদে ইজারাদার 'জে. এ ট্রেডিং' লেখা থাকলেও নেই কোন রশিদ বই ও ক্রমিক নম্বর। এভাবে টোল আদায়কারীরা প্রত্যেক গাড়ি থেকে জোরপূর্বক ইচ্ছা অনুযায়ী বেহিসাবি টোল আদায় করছে প্রতিনিয়ত। এতে বছর শেষে নির্দিষ্ট কোন সঠিক হিসাব তারা কসতে পারবে না।
গত ১২/০৪/২০২৩ইং তারিখের দোহাজারী সড়ক বিভাগ, দোহাজারী, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী (সওজ) সুমন সিংহ স্বাক্ষরিত বিভিন্ন যানবাহন ভেদে নির্ধারিত টোল ফি ও টোকেন/টিকেট রঙয়ের তালিকা নিন্মে দেওয়া হল। টোল আদায়ের সাথে টোকেন সংগ্রহ করুন আর দুর্নীতিমুক্ত দেশ গড়ুন।
| যানবাহনের নাম | নির্ধারিত টোল | টিকেট এর রং |
|---|---|---|
| ১। ট্রেইলার | ৩০০/- | নীল |
| ২। হেভী ট্রাক | ১৮০/- | সাদা |
| ৩। মিডিয়াম ট্রাক | ১৫০/- | হালকা সবুজ |
| ৪। বড় বাস | ৩০/- | হালকা নীল |
| ৫। মিনি ট্রাক | ১১৫/- | গোলাপী |
| ৬। কৃষি যান | ৯০/- | বেগুনী |
| ৭। মিনি বাস | ১৫/- | হালকা গোলাপী |
| ৮। মাইক্রোবাস | ৬০/- | হলুদ |
| ৯। ফোর হুইল চালিত যান | ৬০/- | হলুদ |
| ১০। সিডান কার | ৪০/- | সবুজ |
| ১১। ৩/৪ চাকার মোটরযান | ১৫/- | হালকা গোলাপী |
| ১২। মোটর সাইকেল | ১০/- | হালকা বেগুনী |
| ১৩। রিক্সা/ভ্যান/সাইকেল/ঠেলাগাড়ী | ৫/- | হালকা হলুদ |


0 মন্তব্যসমূহ