বাঁশখালীতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ

বাঁশখালীতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী থানার ৭ নম্বর দক্ষিণ সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাশেফা বেগম (২৩) স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হলেন—রিদওয়ান (পিতা রফিক আহমদ), হামিদু উল্লাহ (পিতা অজ্ঞাত), মাহমুদ উল্লাহ (৪০, পিতা ইউনূস সবুর, ৯ নম্বর গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা) এবং খোরশেদ (২৮, পিতা অজ্ঞাত)। অভিযুক্তদের মধ্যে কয়েকজন ভুক্তভোগীর আত্মীয় সম্পর্কের বলে উল্লেখ করা হয়েছে।
কাশেফা বেগমের অভিযোগ, বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে রিদওয়ান, হামিদু উল্লাহ ও খোরশেদ তাকে জোরপূর্বক চুপ থাকতে বাধ্য করে এবং হুমকি দিয়ে ধর্ষণ করে। তিনি আরও অভিযোগ করেন, মাহমুদ উল্লাহ তাকে ভয়ভীতি ও অর্থের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।
ভুক্তভোগী জানান, বিষয়টি প্রথমে মা–বাবাকে এবং পরে নানা–নানিকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। বর্তমানে তিনি আইনের আশ্রয় নিয়ে ন্যায়বিচার দাবি করছেন।
ভুক্তভোগী তরুণী অভিযোগের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ