বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নে অবৈধ বালু উওোলনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের অধীন পুইছড়ি ইউনিয়নের গহীন অরন্য চলছে অবৈধ বালু উওোলনের মহোৎসব। কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ১৮টি মেশিন বসিয়ে দিনরাত বালু উওোলন করছে যার ফলে মানুষের বসতভিটা,রাস্তা এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসে যাওয়ার একমাএ কালভার্টটি পর্যন্ত বালু উওোলনের ফলে ভেঙে গেছে।বালু উওোলনের কারণে পাহাড়ি ছড়ার গভীরতা বাড়ায় ব্যাপক ভাঙনের মুখে পড়েছে অনেক  পরিবার। এতে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।বালু উওোলনের কারনে যেকোনো মুহর্তে বড় ধরনের পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সময়ে  মধ্যে অবৈধ বালু উওোলনের বন্ধ করার জন্য পরিবেশ,বন,ও জলবায়ুপরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের  হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ