আজ বাঁশখালীর সাধনপুরে মহিলা আসনে উপনির্বাচন

বাঁশখালীতে সাধনপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার সংরক্ষিত আসনে মহিলা প্রার্থীর শূন্য আসনে ৩টি ভোট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ এপ্রিল ইউপি সদস্য পার্বতী দে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন মেজিস্ট্রেট, ১৩ জন পুলিশ ১৭ জন আনসার দায়িত্ব পালন করে থাকবে। এছাড়া ভোটারদের ও কেন্দ্রে নিরাপত্তার জন্য র‌্যাব, বিজিবি এক প্লাটুন টহল থাকবে।
বাঁশখালী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা বিভিন্ন ইউনিয়নে ২০১৭ সালের ২৩ এপ্রিল সাধনপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে ইউপি সদস্য পার্বতী দে বিজয়ী হয়। গত ১৫ এপ্রিল সাধনপুর বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় মৃত্যু হলে নির্বাচন কমিশন পুনরায় উপনির্বাচন দেন। আজ ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রার্থীরা হলেন, দিপ্তী দাশের প্রতীক (বই) ও অপর্না চৌধুরীর প্রতীক (মাইক)। কেন্দ্রগুলো হল বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬৫৫২। সাধনপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা বলেন, শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। ৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়সাল আলম বলেন, সাধনপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে সদস্যের মৃত্যুর পর উক্ত আসনে উপ-নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। প্রতি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবির পাশাপাশি অতিরিক্ত পুলিশ টহল থাকবে
/দৈনিক পূর্বকোণ/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ