বাঁশখালী বিএনপি নেতা লেয়াকতকে গ্রেপ্তারের প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম - আনিসুল হক চৌধুরী


গাজী গোফরানঃ চট্টগ্রাম জেলার বাঁঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ৫ জুন তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে, বিএনপি নেতা লেয়াকত আলীকে গ্রেপ্তার করতে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল্লা কবির লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জসিম, আকতার হোসেন, গাজী জাহেদ, 
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপস্থিত দক্ষিণজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা অমিত বডুয়া, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি গিয়াস চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত সোমবার (৪ জুন) থানার ৫শ গজের মধ্যে বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি’র ব্যানারে এই ইফতার মাহফিল আয়োজন করেছিল। ইফতার মাহফিল চলাকালীন সন্ধ্যা ৬ টার দিকে ৫ হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী বিএনপি নেতা লেয়াকত আলী শতাধিক নেতাকর্মী নিয়ে মঞ্চস্থলে উপস্থিত হয়ে সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ প্রদান করে "খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও এক সাথে” দেশ বাঁচাও, জালেম সরকার হঠাও" এই ধরনের বক্তব্য দিতে থাকে। বক্তব্যের শেষ প্রান্তে বাঁশখালী থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ৬ জনের পুলিশ সদস্য নিয়ে ইফতার মাহফিল স্থলে উপস্থিত হলে ওই বিএনপি নেতা পালিয়ে যায় বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ