উখিয়া হিজলীয়ার নূর হাকিমের নেতৃত্বে ইয়াবা পাচার বেপরোয়া!

ক্রাইম রিপোর্টার,বাঁশখালী নিউজঃ
কক্সবাজার জেলার মরণনেশা ইয়াবা নিয়ন্ত্রক উখিয়া হিজলীয়া গ্রামের ইসলামের বড় ছেলে ইয়াবা হাকিম এখনও অধরা। জানা গেছে, সীমান্তের ইয়াবা নিয়ন্ত্রক নূর হাকিম কক্সবাজার, চ্ট্টগ্রাম, ঢাকা সহ দেশের সর্ব পয়েন্টে ইয়াবা পাচারের একটি বিশাল সিন্ডিকেট তৈরি করেছে। পাশাপাশি ইয়াবা পাচারের সুবিধার্থে সে এখন হিজলীয়া ছেড়ে সীমান্ত পয়েন্ট লম্মাঘুনায় বিলাশ বহুল দালান নির্মাণ করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকা ভুক্ত উখিয়া টিএনটি/ লম্মাঘুনার খুকার একান্ত সহচর বলে জানাগেছে।
ধারাবাহিক প্রতিবেদনে আসছে কাসেম নূর (৩০) হাকিমের ছোট বোনের জামাই ইস্টার্ন ব্যাংক একাউন্ট রয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।হাকিম এ ব্যবসা চালিয়ে অনেক আগেই নিজেদের কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন। এসব অভিযোগ দীর্ঘ দিনের হলেও রহস্যজনক কারণে তারা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়নি। শীর্ষ এসব ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশে ইয়াবা চালান প্রবেশ, উৎস এবং বিক্রয় স্পটের সন্ধান সংক্রান্ত পিলে চমকানো তথ্য পাওয়া সম্ভব হবে। এমন অভিমত সচেতন মহলের।জানা যায়, উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শীর্ষ চোরাকারবারীর মাধ্যেমে মরণ নেশা ইয়াবার চালান ঢুকিয়ে দিয়ে দেশের সর্বস্তরের পাচার করছে।অচিরেই তালিকাভুক্ত এসব ব্যবসায়ীদের গ্রেপ্তার করে যথাযথ আইনগত হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ