কে শ্রেষ্ট!


মানবতার কবি আমিনুল ইসলাম আমিন

প্রশস্ত পথে তুমি হেলিয়া দুলিয়া চলিয়াছ।
চারদিকে সৌরভ পূর্ন পুষ্পের স্তুপ।

আর যারা ডাষ্টবিন পাসে নিথর দেহ এলিয়ে পড়ে আছে।
মাছি-মশা আর ইতর প্রানী কুকুর-কাকের সাথে বস করেছে।

তারা শ্রেষ্ঠ না তুমি? নিশ্চই বলবে আমি!
যারা নিজ জীবনকে তুচ্ছ করিয়া।

রাস্তার কাছে ডাষ্টবিনের কাছে।
ভগ্ন হৃদয়ে মানবতার গান গাইছে তুমি তাদের চেয়ে শ্রেষ্ঠ!
 
তুমি রঙ্গিন নকশা আবৃত শয়ন কক্ষে দুঃচিন্তায় ধুমপান থেকে ইয়াবা সেবন হইতে কোন বিষয় নয়।
তোমার অত্যাচারী হাত অত্যাচারীতের করুন ক্রন্দন উপেক্ষা করিয়া মানবতা হরন তোমার নিত্য কার্য হইয়া দাড়াইছে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ