ফেনীতে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত চার, আহত তিন

বিএন ডেস্কঃ  
ফেনীতে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কাভার্ডভ্যানে থাকা আরো তিন যাত্রী।
বুধবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ফেনীর বারাহিপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী তূর্ণা নিশিথা ট্রেনটি ভোর সাড়ে ৪টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহিপুর রেলক্রাসিং এলাকায় মেসার্স সোহেল ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় চালকসহ তিনজন। গুরুতর আহত একজনকে ঢাকা নেয়ার পথে মারা যায়। আহত হয় আরো তিনজন। তাৎক্ষনিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে, পুলিশ আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আবদুল আলীম জানান, ঘটনার সময় রেল ক্রসিং এর গেইটম্যান ছিল কিনা জানা যায়নি। তবে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। দূর্ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ