সংবাদ দাতাঃ 
ভোলা বোরহানউদ্দীন উপজেলার হাসান নগর 
ইউনিয়নের বিজয় উপলক্ষে ৪ দিন ব্যাপী সাংস্কৃতি আয়োজন করেন,হাসান নগর ৫নং 
ওয়ার্ডের মেম্বার  মোঃ জাহাঙ্গীর আলম মেলা। বিজয় দিবস নাম করে অন্যান্য 
অনুষ্ঠানের পাশাপাশি এখানে বসেছে লাকি কুপন লাটারি  ড্র-র আড়ালে জুয়া খেলা।
 লাকি কুপন  ড্র নামক লটারি ব্যবসায়ীরা প্রতিদিন হাসান নগর, টবগী , 
মনিরাম,হাকিমদ্দি,সহ আশপাশ এলাকায় মাইকিং করে ট্রাকে ট্রাকে ঘুরে 
মোটরসাইকেল, ফ্রিজ, টিবি,ইত্যাদি -লোভনীয় অফারের নাম করে এলাকার সহজ-সরল 
মানুষকে প্রতারণা করছে। সরেজমিন দেখা যায়, রাতের আঁধার কাটতে না কাটতেই 
লটারি বিক্রির মাইকিং শুরু হয়ে যায়। কান ঝালাপালা করা এ মাইকিং করে লটারি 
ব্যবসায়ীরা গ্রাম থেকে গ্রাম চষে বেড়াচ্ছে। তারা মাত্র ২০ টাকার বিনিময় 
ভাগ্য পরীক্ষার নামে প্রতিটা গ্রাম থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে 
প্রতিদিন।
কিন্তু দেখা গেলো ড্র দিন লাখী কুপন পরিচালনা তিনি দৃরনিতি করেন কমিটির সাথে চুক্তি করে তিনি মোটরসাইকেল, ফ্রিজ নিয়ে যায়।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ