বাঁশখালীর সমুদ্র সৈকতে মৃত ডলফিন

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী বাহারছড়া দক্ষিন রত্নপুর সমুদ্র সৈকতে তীরবর্তী এলাকায় মৃত ডলফিন জোয়ারের পানিতে ভেসে এসেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রত্নপুর পয়েন্টে ডলফিনটি মৃত ভেসে থাকতে দেখে সহকারী রেঞ্জ কর্মকর্তা বাঁশখালি রেঞ্জ ও রত্নপুর বিট কর্মকর্তা নুর আলম মিয়া (নাহিদ) কে অবহিত করে স্হানীয়রা। খবর শুনে তাৎক্ষণিক সহকারী রেঞ্জ কর্মকর্তা এসে পানি থেকে তুলে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। পরে বন্যপ্রাণী কর্মকর্তা কে খবর টি পৌছালে,বন্যপ্রাণী কর্মকর্তা জলদী অভয়ারণ্য বিট কর্মকর্তা কবির উদ্দিনকে ঘটনা স্থল পরিদর্শন করতে পাঠান। ডলফিন কিভাবে পাওয়া গিয়েছে তা জানতে চাইলে, সহকারী রেঞ্জ কর্মকর্তা ও রত্নপুর বিট কর্মকর্তা নুরু আলম মিয়া নাহিদ বলেন, মৃত ডলফিনটি আমি লোক দিয়ে পানি থেকে উপরে তুলে এনেছি, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে উঠেছে,চুপ করে বসে থাকলে আরও বিশাক্ত হবে, তাই এখনই সাবধান হতে হবে, সমুদ্রের পানিতে যত্রতত্র প্লাস্টিক বোতল ফেলা বিষাক্ত রাসায়নিক জাহাজ কাটা বন্ধ করতে হবে এবং সমুদ্রের বন্যপ্রাণী সংরক্ষণ করতে যৌথ আন্তঃ বাহিনী গঠন করে টহল ব্যবস্থা উন্নত ও জোরদার করতে হবে, না হয় বিপর্যয় আসন্ন …

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ