Recents in Beach

Google Play App

সরলে ভাজিজার বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের কারেন্টে চাচার মৃত্যু

সরল প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ভাতিজার বিয়ে অনুষ্ঠানের জন্য সাজানো ডেকোরেশনের জেনারেটরের কারেন্টে চাচার মুত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষুময় অবস্থায় বাঁশখালী মাতৃসদন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা তার মুত্যু নিশ্চিত করেন।

নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ আলী। সে সরল ইউনিয়নের আব্দুস সোবহান মিয়াজীর বাড়ীর মৃত ফরিদ উদ্দীন মিয়াজীর ছেলে। 

নিহত মোহাম্মদ আলীর ভাতিজা ইস্কান্দর বলেন, আজ আমার ছোট্ট ভাইয়ের শুভ বিবাহের দিন। বিয়ের জন্য আমাদের বাড়ীর চারপাশ লাইটিং করে সাজানো হয়েছে। জেনারেটরের ছেড়া তারের সাথে লেগে আমার চাচা শর্ট করে। আমরা চাচাকে বাঁশখালী মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। আর আজ  আমাদের এ আনন্দের দিনে চাচাকে হারালাম।

শনিবার সকাল দশটায় আব্দুস সোবহান মিয়াজী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ