বাশঁখালী এস আলম পাওয়ার প্ল্যান্টে চোর চ‌ক্রের হা‌তে গুরুতর আহত চীনা নাগ‌রিক সহ ২

নিজস্ব প্র‌তি‌বেদকঃ
১০ মার্চ সন্ধা ৬.৩০ দি‌কে একদল  চোর চক্র বাঁশখালী এস আলম পাওয়ার প্ল্যান্ট প্র‌বেশ ক‌রে ক্যাবল চু‌রি ক‌রে নি‌য়ে যাওয়ার চেষ্টা করলে সি‌কিউ‌রি‌টি  ইনচার্জ দে‌লোয়ার হো‌সেন (২৮) ও সঙ্গীয় চীনা নাগরীক জ্যাংগ বাধা প্রদান ক‌রলে  দুষ্কৃতকারীরা ক্ষিপ্ত হ‌য়ে  দুইজন‌কে বেদমপ্রহর ক‌রে। আহতরা হ‌লেন ৪নং ওয়া‌র্ডের  মুহাম্মদ জ‌মির উ‌দ্দি‌নের পুত্র  প্ল্যান্টের কর্মরত সি‌কিউ‌রিটি ইনচার্জ দে‌লোয়ার হো‌সেন (২৮), অপরজন চীনা নাগ‌রিক মিঃ জ্যাংগ। 

গুরুতর আহত অবস্থায় চীনা নাগ‌রিক জ্যাংগকে চট্টগ্রাম মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তিকরা হয়   । অপরজন বাশঁখালী স্বাস্থ্য  কমপ্লেক্স চি‌কিৎসা  নি‌চ্ছেন ব‌লে জানাযায়। এস আলম পাওয়ার প্ল্যান্ট পু‌লিশ ক্যাম্পে কর্মরত এস আই আ‌রি‌ফের থে‌কে জান‌তে চাই‌লে তি‌নি ঘটনার সত্যতা শিকার ক‌রে ব‌লেন, চোর দ‌লের নেতৃত্ব ছিল প‌শ্চিম বড়‌ঘোনা ৫ নং ওয়া‌র্ডের  সিকদার বাড়ীর  টুনুর পুত্র আনছার সহ তার সঙ্গীয় চার জন । আনছা‌রের হা‌তে থাকা দে‌শীয় অস্ত্র দারা এই  দুইজন‌‌ গুরতর আহত  হয় ব‌লে জানান । ‌বাশঁখালী থানার অ‌ফিসার ইনচার্জ রেজাউল ক‌রিম মজুমদার থে‌কে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন এক‌শ্রেনীর চোর চক্র দীর্ঘদিন এসব কা‌জে লিপ্ত আ‌ছে, তি‌নি আরও ব‌লেন বিষয়‌টি  জে‌নে তাৎক্ষ‌নিক ভা‌বে পাওয়ার প্ল্যান্টে  ঘটনার স্থ‌লে এ‌সে‌ছি, যারা এসব ঘটনার সা‌থে জা‌ড়িত  আ‌ছে  দুষ্কৃতকারীদের‌কে প্রত্যে‌কে আই‌নের আওয়াতায় আন‌া হ‌বে।  দুষ্কৃতকারী চোর চক্র কে ধরার জন্য  অ‌ভিযান  অব্যাহত র‌য়ে‌ছে এবং মামলার প্রস্তু‌তি চল‌ছে  ব‌লেও জানান এই  কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ