ঋষি অদ্বৈতানন্দ বাংলাদেশ, বাঁশখালী উপজেলার সন্মেলন সম্পন্ন

 গত ২ নভেম্বার রোজ শুক্রুবার সাধনপুর অদ্বৈতানন্দ ধামে সকাল ১০ঘটিকা সময় ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ, বাঁশখালী উপজেলার সন্মেলন,মহাশোভাযাত্রা,সহস্র যুবকের অভিযাত্রা শুভউদ্ধোধন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে আর্শীবানী প্রদান করেন.....
অান্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার পরম তীর্থস্হান, ঋষিধাম এর প্রতিষ্টাতা, শিবকল্পতরু, পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপূরী মহারাজ্জীর মানসপুত্র, তুলসীধাম ও ঋষিধাম মোহন্ত মহারাজ,পরমপূজ্যপাদ শ্রী শ্রীমৎ স্বামী সুর্দশননন্দ পুরীমহারাজ।
মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন - আদিত্য আশ্রম অধ্যক্ষ,স্বামীজীর হাতে গড়া স্নেহধন্য সন্তান,পরমপূজ্যপাদ
শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পূরী মহারাজ।
প্রধান অতিথি- ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি,পৌরমেয়র শ্রী দেবাশীষ পালিত।
প্রধান আলোচক - ঋষি অদৈতানন্দ পরিষদ- বাংলাদেশ কেন্দ্রীয় প্রধান পৃষ্টপোষক, বাগীশিক প্রধান উপদেষ্ঠা,শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ সাবেক সাধারন সম্পাদক এডঃ তপন কান্তি দাশ।
আলোকিত অতিথি- উনবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সফল সদস্য সচিব,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ পৃষ্টপোষক, বরন্য আইনজীবি,
সাধনপুর কৃতিসন্তান এডঃ অনুপম বিশ্বাস।
সন্মেলনের উদ্বোধন করেন - ঋষি অদ্বৈতানন্দ পরিষদ - চট্রগ্রাম দক্ষিন জেলার আহবায়ক,এডঃ আশীষ চৌধুরী।(পিপি)
প্রধান বক্তা - এডঃ কাঞ্চন বিশ্বাস (এপিপি), 
সাধারন সম্পাদক,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ বক্তা - প্রদীপ কুমার গুহ -সদস্য সচিব,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ -চট্রগ্রাম দক্ষিন জেলা।
প্রাক্তন সভাপতি,বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ।
মহাত্মা মহারাজদের বক্তব্য রাখেন- ভারত থেকে আগত অদ্বৈত সন্তান শ্রীমৎ স্বামী স্বরুপানন্দ শাস্ত্রী,জলদী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পূরী মহারাজ,উপাধাক্ষ্য শ্রীমৎ স্বামী রামানন্দ পূরী মহারাজ।
বিশেষ অতিথি-ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি শ্রী চন্দন দাশ, অলক দাশ,ঋষিকেষ আইচ অসীম,ডাঃ চন্দন দত্ত,সাধনপুর অদ্বৈতানন্দ ধাম প্রতিষ্টাতা শংকর চক্রবর্ত্তী, সাংবাদিক তাপস কুমার নন্দী, ডাঃ আশীষ শীল,ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অর্থসচিব তড়িৎ কান্তি গুহ,ধর্মীয় বক্তা অধ্যাপক রুপন ধর,অধ্যাপক বাবুল কান্তি দেব (বাবলা),লায়ন মুনমুন দত্ত,দোলন কান্তি দাশ,রাজিন দাশ রাহুল(দক্ষিন জেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক),সাজু মহাজন প্রাক্তন সহ-সভাপতি,ঢাকা উত্তর ছাত্রলীগ।ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ সভাপতি শ্রী অরুন রশ্মি দত্ত।

 ঋষি অদ্বৈতানন্দ পরিষদ -বাঁশখালী উপজেলার আহবায়ক অলক দাশ এর সভাপতিত্বে মাষ্টার দোলন দাশ ও নারায়ন মল্লিক( নয়ন) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ঝুন্টু দাশ, পৌরসভার সভাপতি ঋষিকেশ বিশ্বাস,দক্ষিণ জেলা যুগ্ম সদস্য সচিব বিশ্বজিত দত্ত (বাবু),রাজীব সুশীল,শিবশঙ্কর দাশ,শেখর চৌধুরী,অানন্দ মোহন দাশ,বাসুদেব রুদ্র,ডাঃটুমন দে( অমি) আঞ্চলিক কমিটি পক্ষে- মাষ্টার তড়িৎ সরকার, নগরবাঁশী শীল,(কালিপুর),পলাশ ভৌমিক(সাধনপুর), মাষ্টার শ্যামল দেব(শীলকূপ),মাষ্টার সজল কান্তি সুশীল,ওয়াশিংটন বিশ্বাস( পুঁইছরি), বিশ্বজিত দেব,বিদেশ দেব (সেখেরখীল), ধীমান দাশ(বৈলছড়ী), ডাঃ অজিত দাশ, সুজিত কান্তি নাথ(সরল),ডাঃ গুরুধন দাশ,রুবেল কান্তি দাশ,( চাম্বল)সুধীর সুশীল, স্বপন সুশীল,শিবু সুশীল( বাহারছড়া) ননী দেব, হিরন দেব (পুকুরিয়া),রনি দাশ( কাথারিয়া)।
আরও উপস্হিত ছিলেন- ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা শ্রীমতি পান্না পাল,সাংগঠনিক সম্পাদক ছোটন কান্তি দেব,অর্থসম্পাদক বাবলা পাল,যুব বিষয়ক সম্পাদক দিলিপ দত্ত,বাঁশখালী শীল সমিতির সহ- সভাপতি দুলাল শীল, সনাতন মৈত্রী সংঘ বাঁশখালীর সভাপতি প্রকৌ:রনি সরকার,সাধারন সম্পাদক মাষ্টার সুমন চৈধুরী,বাগীশিক বাঁশখালী উপজেলা সাধারন সম্পাদক প্রধান শিক্ষক কাঞ্চন গুপ্ত,বাঁশখালী সনাতনী যুবপরিষদ সভাপতি মাষ্টার মিটন সুশীল( মিন্ঠু),জাতীয় গীতা পরিষদ- বাঁশখালীর সাধারন সম্পাদক অনুকুল সুশীল, ঋষি অদ্বৈতানন্দ গীতা সংঘ সাধারন সম্পাদক সাগর সুশীল,বাঁশখালী পৌরসভার সাধারন সম্পাদক অমল দাশ, যুগ্ম সম্পাদক মাষ্টার সুজন দেব,সুব্রত দত্ত,অরুন জয় ধর (ইউপি সচিব),মাষ্টার জিকু শর্মা,মাষ্টার কাজল ঘোষ,রতন নাথ, নির্মল সুশীল,মিন্টু চৌধুরী,পিন্টু ধর,দিপক নন্দী,নন্দন সুশীল,সুমন তালুকদার,বিপ্লব ধর,সুভজিৎ দাশ ( তারেক),টিটন শীল,সুমন দেব,প্রনব গুহ,সুজন সরকার,রবিন ধর,প্রনব গুপ্ত( বাবলু),শুভজিৎ দত্ত, রিপন ভট্রচার্য্য,শিমুল নাথ,অপু ধর,রনি সুশীল,সাগর দাশ, নয়ন গুহ,প্রমুখ।

সন্মেলনে ২য় পর্বে আঞ্চলিক কমিটির সভাপতি,সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ মতামতের ভিত্তিত্বে 
বাবু অলক দাশ কে সভাপতি, বাবু ঝুন্টু দাশ কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয় এবং আগামী একমাসের মধ্য ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঢাক,ডোল,শঙ্কধ্বনি,উলুধ্বনির মাধ্যমে হাজার হাজার ভক্ত সমাগমের উপস্হিতির মাধ্যমে সন্মেলন শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ