Recents in Beach

Google Play App

কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মোহাম্মদ এরশাদঃ
আজ ১৪ ডিসেম্বর  রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে "শহীদ বুদ্ধিজীবি দিবস" উদযাপন  উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত অালোচনা  সভায় কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেনের সভাপতিত্বে   অনুষ্ঠিত হয়, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য  প্রদীপ কান্তি গুহ, মো: অাবুল হাশেম।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খোকন কর, নারায়ণ সরকার, মিসেস গীতা দাস, অনিল কান্তি ধর, মো: ইদ্রিচ, মো: এরশাদুল অালম চৌধুরী,  স্বপন কান্তি বিশ্বাস,  তপন কান্তি ধর,  মো: মোরশেদ,  সুকান্ত নাথ,  সাইফুল অাজম চৌধুরী , রুবেল কর, রুবেল রুদ্র প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য