ধলিয়া উন্নয়নেই ফেনী উন্নয়ন দৃশ্য মান 'আনোয়ার আহম্মদ মুন্সী '

দেলোয়ার হোসেন ফেনীঃ
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সী একান্ত সাক্ষাৎকারে তিনি জানান ধলিয়া উন্নয়নেই দৃশ্যমান ধলিয়া উন্নয়ন কিভাবে স্বপ্ন কে বাস্তবে মুখোমুখি করতে হয়। আমি ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে ধলিয়াকে নান্দনিক ভাবে সাজানোর কাজ শুরু করি। ধলিয়া গ্রামে বিভিন্ন পয়েন্ট সৌন্দর্য পাশাপাশি রাস্তারসলিং,নতুন কাঁচা রাস্তা নির্মাণ, বক্স কালভার্ট, ব্রিজ, আরসিসি পাইপ স্থাপন করি। ধলিয়া প্রত্যেটি ওয়ার্ডে রাস্তাপাশে স্ট্রিট লাইট স্থাপনা করেছি। প্রতিটি মসজিদে সোলার লাইট লাগানো সম্পন্ন করেছি। বাদ যায়নি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান অবয়ব তৈরি মসজিদ-মক্তব,কবর স্থান - মাঠ,মন্দির অবকাঠামোগগত উন্নয়ন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ফেনী -২আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ও আন্তরিকতায় ধলিয়া ইউনিয়নের নির্বাচনী প্রতিশ্রুতির প্রায় ৮০ শতাংশ কাজ আমি সম্পন্ন করেছি। বাকী অসম্পন্ন কাজ গুলো বাকি মেয়াদ কালে সম্পন্ন করব। সাধারন জনগনের দোরগোড়া ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেয়া আমার প্রতিশ্রুতি ছিল। সে লক্ষ্য আমি প্রতিদিন ইউনিয়ন পরিষদের বসি এবং নাগরিকত্ব সনদ, জন্ম সনদ, ওয়ারিশ সনদ সহ যাবতীয় সেবা সমূহ জনগনকে দিচ্ছি। শোকের মাসে মহান স্বাধীনতার স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ৭৫ সালে ১৫ আগষ্টে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ