খন্দকার মোস্তাকের মত মীর জাফর বাঁশখালীতেও আছে

বি,এন ডেস্কঃ
অর্থ ও পানি সম্পদ মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি বলেন, বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। পাঁচ বছরের লক্ষ্যে মাত্রায় পৌঁছাতে পারতাম তাহলে আজকে যে উন্নয়ন হচ্ছে ঐ সময় এই পর্যায়ে পৌঁছে যেত। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ লোক ছিল খন্দকার মোস্তাক। তিনি বলতেন আমি যদি জেলে থাকি তাহলে মোস্তাকের সাথে যোগাযোগ করবে। আর এই মোস্তাকের লোকজনে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। আমাদের দলে খন্দকার মোস্তাকের মত অনেক মীর জাফর আছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল বাঁশখালীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা সাইফুদ্দীন রবি, সরওয়ার কামাল,শ্যামল কান্তি দাশ, রেহেনা আকতার কাজমী, চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ।
দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ