৩নং খানখানাবাদের আব্দুল হাকিম সড়কের বেহাল অবস্তা



আমির হোসাইন:-
৩ নং আশরাফ আলী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌধুরী ঘাট-বুড়ির টেক-একরাম আলী চৌধুরী ঘাটা-সেন্টার পুকুরপাড়-প্রেমাশিয়া বাজার যাতায়াতের জন্য এই সড়কের বিকল্প নেই। কিন্তু অতি গুরুত্বপূর্ণ সড়কটি সামান্য বৃষ্টি হলেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে বৃষ্টি হলেই সড়কের দুই পাশের আঠালো মাটি সড়কের উপর জমে থাকে। ঐ মাটি ডিঙ্গিয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে।
এবারের বর্ষায় আশরাফ আলী সড়ক পথে যাতায়াত করতে গিয়ে মানুষকে সীমাহীন কষ্ট ভোগ করতে হয়েছে। তাছাড়া বেড়ীবাধ স্তাপনের কাজে আশরাফ আলী সড়ক দিয়ে বেড়িবাধের সরঞ্জাম আনা নেওয়া হয়। এরফলে কাদা মাটির উপর দিয়ে যানবাহন ও পায়ে হেটে চলাচল করতে গিয়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে প্রায় ২০ বছর ধরে এই সড়ক টি সংস্কার করা হচ্ছেনা আশরাফ আলী সড়কটি। শুধু যান বাহন চলাচল নয় মানুষের পায়ে হেটে যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত এই সড়কটি সংস্কার করার জন্য ৩নং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে মানুষের দুর্ভোগ কমবে বলে জানান এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ