শহরের বাদশা ঘোনা এলাকায় অসহায় পরিবারের বসত বাড়ি ও জমি দখলের অভিযোগ

 
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরের খাজামঞ্জিল বাদশাঘোনা এলাকায় অসহায় এক পরিবারের বসত বাড়ি ও জমি দখলের গুরুতর অভিযোগ ওঠেছে। এই ঘটনায় অসহায় এই পরিবার বৃহস্পতিবার বিকালে এক আবাসিক হোটেল কক্ষে সাংবাদিক স্মলেন করে এমন দাবী করেন। অসহায় পরিবারের সদ্যরা হলো একই এলাকার মো. ছলিম উল্লাহ, মো. জসিম উদ্দিন ও সাজেদা আক্তার সাজু।
তাদের লিখিত বক্তব্য জানা যায়, ছলিম উল্লাহ গং গত ১৮ বছর ধরে ওই এলাকায় ৯ ঘন্ডা জমির উপর বসবাস করে আসছে। গত কিছু দিন ধরে তাদের বসত বাড়ি ও জমির উপর স্থানীয় কিছু দখলবাজ ও ভুমি দুস্যুদের কূ-নজরের পড়েছে তাদের অসাহায়েত্ব সুযোগে স্থানীয় এক কাউন্সিলের গোপন সহযোগিতায় স্থানীয় সামসু উদ্দিন, পিএমখালী এলাকার আব্বাস আলী, সিকদার ঘোনা এলাকার মনজুর আলম, কাউন্সিলের ঘনিষ্টজন ঘোনারপাড়া এলাকার শাহাদত মিয়া চৌধুরী দক্ষিণ ঘোনারপাড়া এলাকার ফরিদুল আলমরা জমি জবর দখলে পরোক্ষ ও প্রকাশ্যে জড়িত রয়েছে। তারা ওই জমিতে তাদের নামে সাইন বোর্ড টাঙ্গিয়ে ঘেরা বেড়া দিয়ে জবর দখলে নেমেছে। জমির আসল মালিকদের বসত বাড়িও ভাঙ্গচুর করেছে। তাদের বাড়ি ঘরে থাকা মহিলাদের উপর হামলা করেছে এবং ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বিভিন্ন অস্ত্রের মূখে নানা কায়দায় একের পর এক হুমকি দমকি দিয়ে আসছে বলে এই অসাহয় পরিবারের  দাবী। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগিরা। পরে কক্সবাজার সদর মডেল থানার এসআই সুজন ঘটনাস্থল পরির্দশন করে জমি জবর দখলের ঘটনার সত্যা নিশ্চিত করেন। এই অসাহয় পরিবারটি তাদের দীর্ঘদিনের দখলে থাকা বসত বাড়ি ও জমি রক্ষার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ