বাঁশখালীতে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত

বি,এন ডেস্কঃ
বাঁশখালী পিএবি সড়কের সাহেবের হাটের দক্ষিণ পার্শ্বে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিএনজি অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেসরকারি সংস্থায় কর্মরত সেকান্দার বাদশাকে গুনাগরী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহত রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং ২টি সিএনজি অটোরিক্শা উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পিএবি সড়কে দক্ষিণ সাধনপুর প্রধান সড়কের ওপর শহরমুখী দ্রুতগামী সিএনজি অটোরিক্শার সাথে সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভামুখী ট্যাক্সির সংঘর্ষ হয়। এতে পেকুয়া উপজেলার ভারুয়াখালীর বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মৃত নুরুল আমিনের ছেলে সেকান্দার বাদশা (২৮) চন্দনাইশ উপজোলার বাইনজুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৩৫) গুরুতর আহত হন। এছাড়াও পশ্চিম বৈলগাও গ্রামের মো. রশিদ আহমদের ছেলে মো. শহিদুল ইসলাম (১৬) ছাপাছড়ির আব্দুল মাবুদ (৪০) আহত হন।
বাঁশখালী রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আতাউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ২টি ট্যাক্সি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ট্যাক্সিচালকসহ বেসরকারি সংস্থার কর্মকর্তা আহত হয়েছেন
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ