মোহাম্মদ 
বেলাল উদ্দিন,সহ-বার্তা সম্পাদকঃ
বাঁশখালীর কৃতি সন্তান,বাঁশখালী থ্রি স্টার
 ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক,ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও নবাবপুর 
ক্রীড়া চক্র ক্লাবের খেলোয়াড়,চট্টগ্রাম সরকারি কলেজের মেধাবী 
ছাত্র,দোহাজারী হাই স্কুল ও জামিরজুরী রহমানিয়া রজবীয়া মাদরাসার প্রাক্তন 
ছাত্র মোজাফফর আহমদ ছোটন (২৬) ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না 
ইলাইহি রাজেউন.....।আজ দুপুর ২ঘটিকার সময় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) 
সড়কে কর্ণফুলী শিকলবাহা বোর্ড বাজার নামক 
এলাকায় শহরগামী বাস ও বাঁশখালীগামী সিএনজি টেক্সির মুখোমুখী সংঘর্ষে তিনি 
মৃত্যুর কোলে ঢলে পড়েন।ছোটনের সাথে নিহত আরো দুজনের বাড়িও বাঁশখালী বলে 
জানা গেছে।ছোটনের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে 
রয়েছে।এদিকে ছোটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাঁশখালীর সর্বত্র শোকের 
ছায়া নেমে এসেছে।ছোটনের বাড়ি বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে।সে 
মনকিচর গ্রামের মরহুম ছিদ্দিক আহমদের পুত্র।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ 
করেছেন শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন,বাঁশখালী পৌরসভা বিএনপি নেতা 
জিয়াউল হাসান হোসাইনী নিলয়,ওসমান গণী মোজাহিদ,দৈনিক স্বাধীন সংবাদ,দৈনিক 
ব্যাচেলর কন্ঠ বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী নিউজের সহ-বার্তা সম্পাদক 
মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমীর খেলোয়াড় বৃন্দ ও
 বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন।এদিকে ছোটনের মরদেহ আজ রাতে তার বাড়িতে 
আনা হবে।আগামীকাল সোমবার সকালে শীলকূপের মনকিচর গ্রামে তার জানাযার নামায 
শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা 
গেছে।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ