"বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন বাঁশখালী"



নিজস্ব প্রতিবেদন,
আবারও বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন! বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোলল্ডকাপ ফুটবলে উপজেলা
পর্যায়ের ফাইনাল খেলা ( পুরুষ ও বালিকা) অাজ (মঙ্গলবার) বিকালে এম অাজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বালক দলের খেলায় বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাথে চন্দনাইশ বশরতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ -১ গোলে, এবং বালিকা দলের খেলায় ৪নং বাহারচড়া ইউনিয়নের বাঁশখালী ইলশা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম হাজী মীর আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০গোলে পরাজিত করে উভয় দল (বালক/বালিকা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ