বাঁশখালীতে ম্যাগডোনাল্ড বাংলাদেশ লি. এর উদ্যোগে খুচরা বিক্রেতা সমাবেশ ১৫
 অক্টোবর সকালে পৌরসদরস্থ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 
ম্যাগডোনাল্ড বাংলাদেশ লি. এর পরিবেশক আলহাজ মাওলানা মো. খালেদের 
সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডিভিশনের 
কৃষিবিদ এম ইয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন ম্যাগডোনাল্ড বাংলাদেশ 
চট্টগ্রাম এরিয়া ম্যানেজার কৃষিবিদ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি 
ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম সদর টেরিটরির সেলস প্রমোশন অফিসার এসকেএম 
রাশেদুল ইসলাম শরীফ, মো. এমরান, ব্যবসায়ী মো. নেজাম, মো. ফারুক, বাসুদেব, 
মনোরঞ্জন ও মোস্তাক সওদাগর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ 
ম্যাগডোনাল্ড এর পণ্যের প্রতি কৃষকের আস্থা আছে তা আরো প্রসারিত করতে হবে। 
আমাদের সানটাপ, নোইন, গেইন, সানফাইটার এই কীটনাশক সমূহ জমিতে ব্যবহার করে 
কৃষক ভাইরা উপকৃত হবে। সভাশেষে ব্যবসায়ী ও কৃষক ভাইদের মাঝে ম্যাগডোনাল্ড 
বাংলাদেশ লি. এর পক্ষ থেকে টি শার্ট এবং টার্গেট অর্জন ব্যবসায়ীদের মধ্যে 
মোবাইল গিফট করা হয়। টার্গেট অর্জনকারী ব্যবসায়ীরা হলেন, মো. আলী হোসেন, 
মো. নেজাম, মো. ফারুক, বাসুদেব, মনোরঞ্জন।
সুত্র: দৈনিক পূর্বকোণ
সুত্র: দৈনিক পূর্বকোণ
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ