দুই আঁখি মেল


সাজ্জাদ হোসাইন জয়


আজি ঘুম ঘুম দুই চোখে আজ

 দেখেছি এক স্বপ্ন,

কে যেন এক লাল শাড়ির ওই

 আঁচল বিছায় বলছে এক,

মিষ্টি  মধুর গল্প।

 দুই আঁখি মেল, ওদের মতো 

আমাকেও একটু ভালোবাসো।

অদূরে বাসা জোড়া ওই শেওলা দেখো,

কতো কাছাকাছি,দুজনা মিলে মিশি 

কতো মধুরাহাসি,পান্তাবাসী

কতো  রঙের খেলা খেলছে দেখো!

দুই আখি মেল, ওদের মত 

আমাকেও একটু ভালোবাসো।

 দূরের ওই মেঘলা আকাশ দেখো, 

রংধনুর ওই সাত রঙের সে সাজলো,

কতো আঁকাবাঁকা,স্বপ্নরেখা

 অস্তিত্বহারা, একেতে মিশে যাওয়া,দেখো

 দুই আঁকি মেল, ওদের মতো, 

আমাকেও একটু ভালোবাসো।

 আরো দেখো মেঘের ওই খন্ডগুলো,

  বাসছে যেন আপন মনের দুঃখগুলো,

  যেন সে দিশেহারা, 

 আমার মত সঙ্গীহারা, 

বুঝালো সে শ্রাবণ হয়ে ঝরে 

দেখো দেখো আমার আখিও ঝরে, 

আজ তোমার তরে। 

কেমনে পার দু আখি না মেলে??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ