দীর্ঘ তেইশ বছর পেরিয়ে চব্বিশের আয়োজন সমাপ্তি, শহীদ হালিম-লিয়াকত বৃত্তি পরীক্ষা


মো: শাহেদুল ইসলাম (ত্বোহা): "সার্টিফিকেট অর্জনের নাম শিক্ষা নয়! প্রকৃত শিক্ষা আপনার আচরণ পরিবর্তন করে দিবে। আপনি কতটুকু শিক্ষিত তা আপনার আচার-আচরণ, নম্রতা আর ভদ্রতায় প্রমাণ করে দিবে।"

 আহলে-সুন্নাত ওয়াল জামা'আতের বাঁশখালী শাখার মুখপাত্র সৈয়দ মুহাম্মদ মনিরুল ইসলাম আশরাফী আয়োজনের পৃষ্ঠপোষকতার বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা উত্তর জোন কর্তৃক আয়োজিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'২৩-এ উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (ছাব্বিশে অক্টোবর) সকাল নয়'টায় গুনাগরি 'মাইশা স্কয়ার কমিউনিটি সেন্টার'-এ অনুষ্ঠিত হয়। অত্র পরিষদের পরিচালক এইচ. এম. নেজাম উদ্দিন রিয়াদের সভাপতিত্বে উক্ত পরিষদের উপ-পরিচালক এইচ. এম. জাহিদুল ইসলাম ও উপ-পরিচালক মুহাম্মদ শহিদ রেজার সঞ্চালনায়, আহলে-সুন্নাত ওয়াল জামা'আত বাঁশখালী উপজেলা শাখার মুখপাত্র অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মুনিরুল ইসলাম আশরাফীর পৃষ্ঠপোষকতায়; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিশকাতুল ইসলাম চৌধুরী 'পাপ্পা' । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী পরিচালক সাহেদুল আলন, শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য, রাশেদুল হক ফারুকী।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আবদুর রহিম সিরাজী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশেকুর রহমান, মাওলানা এহসানুল হক, এস.এম. শহিদুল ইসলাম, মাকসুদুল আলম চিশতি, আলী মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, মুহাম্মদ আবদুল আলিম।

আমন্ত্রিত অতিথি ছিলেন জি এম মামুনুর রশিদ, মুহাম্মদ মুহিবুল্লাহ, ইয়াসিন আরাফাত শাকিল, মুহাম্মদ ইলিয়াস, গিয়াস উদ্দিন, আবদুল্লাহ আল নোমান। 

আমন্ত্রিত শিক্ষকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা ইউসুফ আনসারী ও হানিফ সিকদার।

সাবেক পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সামশুল আরেফিন খালেদ, মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ খোরশেদ হাশেমী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, জাওয়াদ আহম রোহান, জেসমিন আকতার জুঁই, জান্নাতুল ইলমা, সাদিয়াতুল জান্নাত, তানসিফা সুলতানা, তাসিফা বিনতে আলী ও রিয়াজুল জান্নাত।

অভিভাবকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, ওসমান আলী।

পরিচালনা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম কাদেরী, মঈন উদ্দিন, তারেক আলামী, কাজী শাহেদ হোসেন, সৈয়দ মোহাম্মদ আবদুল হালিম, জুনাইদুল হক, নুরুল মোস্তফা সাদাত, আজিম বিন মালেক, জসিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ মিশকাত, মিছবাহুর রহমান,  আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ আরফাত, মিনহাজ উদ্দিন, রিদুয়ানুল ইসলাম, শাহেদুল ইসলাম, আরিফুল ইসলাম, আরমাব খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ-সেবক বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী 'পাপ্পা' বলেন: এ ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে খুবই আনন্দিত বোধ করছি। এখানের যে সুশৃঙ্খল ও শান্তিময় পরিবেশ, যেটা খুবই প্রশংসনীয়। এই পরিবেশটা দেখে বলতে ইচ্ছে করতেছে, আমার প্রিয় জনপদে এই ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা করলে প্রিয় জনপদের আগামীর শিক্ষাব্যবস্থার পরিবেশটা সুন্দর করার জন্য প্রয়োজন; যে পরিবেশে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজন করেছে।

মোনাজাতের মাধ্যমে উক্ত আয়োজনের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ