গুনাগরিতে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি হোটেলে অভিযান জরিমানা আদায়


আনিছুর রহমান: বাঁশখালীতে বর্তমান বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায় বাঁশখালী উপজেলার গুনাগরি বাজারে মনিটরিং করে ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে পাঁচ ব্যাসায়ীকে ও লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ষাট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর) বেলা দুইটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন- ‘উপজেলার গুনাগরিস্থ বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে ৫ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল-রেস্তোরাঁ পরিচালনার দায়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কাচা সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন করার জন্য সকল ব্যবসায়ীকে পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ