বাঁশখালীর বাণীগ্রামে বন্য হাতির আক্রমণে আবারো একজন নিহত

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আবদুল মুবিন(৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  (৬ফেব্রুয়ারি)দুপুর ১টার দিকে উপজেলার সাধনপুর লটমনি পাহাড়ি এলাকায় কচুজুম পাহাড় এলাকার জওরাঘোনা নামক গভীর জঙ্গলে  এ ঘটনাটি ঘটে। সরকারিভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

স্থানীয় বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ ও বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন ও পারিবারিক সূত্রে জানা যায়,সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাণীগ্রাম
জমাদার পাড়ার আবদুচ ছালামের ছেলে আবদুল মুবিন প্রতিদিনের মতো সকালে পাহাড়ি এলাকার নিজের পালিত গরুর পাল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য জওরাঘোনা নামক গভীর জঙ্গলে যায়। পিছন দিক জঙ্গল থেকে একটি হাতি এসে আবদুল মুবিনকে শুঁড় দিয়ে আঘাত করে।এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পাহাড়ে অন্যান্য কৃষকরা এই দৃশ্য দেখে হাতি তাড়িয়ে
তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে।




এই বিষয়ে সাধনপুর বনবিট কর্মকর্তা জলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনছি পাহাড়ি এলাকা একজন কৃষক মারা গেছেন।তিনি গরুর পাল নিয়ে পাহাড়ে যায়। তিনি আরো জানান
খাদ্যসংকট ও আবাসস্থল দখল হওয়ার কারণে হাতিরা বেপরোয়া হয়ে বারবার লোকালয়ে আক্রমণ করছে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা  বলেন, পাহাড়ি এলাকায় গরু চড়ানোর  জন্য গিয়ে কৃষক আবদুল মুমিন মারা গেছেন খবরটি শুনা মাত্র উপজেলা প্রশাসনকে হাতির আক্রমণে নিহত হওয়ার ঘটনা তাৎক্ষণিক ভাবে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দাফন কাজ সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছে। পরে সরকারিভাবে আরো এক লাখ টাকা পাবে বলে জানান।
বাঁশখালী থানার ওসি মুহাম্মদ রেজাউল করিম মজুমদারের কাছে মৃত্যু ব্যক্তির ব্যাপারে থানায়
কোন অপমৃত্যু মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কোন মামলা আপাতত হয়নি, যদি কোন অপমৃত্যু মামলা নিয়ে আসে, তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ