'সূফী দর্শনই পারে মানবতার মুক্তি' বাঁশখালীতে বক্তারা

এম মনিরঃ 
গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গত ১৫আগস্ট'১৯ইং রোজ বৃহস্পতিবার কাথরিয়া বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে গাউসে জমান হাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রহ.)'র ওরশ মোবারক হাফেজ নেজাম উদ্দিন ও মুহাম্মদ আমির হোসেন'র সঞ্চালনায় ইউনিয়ন সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুর'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ সভাপতি মাওলানা আবু বকর সিকদার, অতিথি ছিলেন আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, উদ্বোধক ইসলামী ফ্রন্ট কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি নেছার উদ্দীন মুনিরী আলকাদেরী, প্রধান বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান রেজভী, বক্তব্য রাখেন সৈয়দুল আলম, মহি উদ্দিন, সাইফুদ্দিন,  তারেকুল ইসলাম, শহীদুল্লাহ, জসিম উদ্দিন, হাফেজ এনাম, মঈনুদ্দিন মোরশেদ, এরশাদ,নুরুল ইসলাম, হাফেজ জহিরুল ইসলাম, হাফেজ কাশেম, হাফেজ হেলাল, রাশেদ প্রমূখ।

বক্তারা বলেন মুসলমানরা আজ সূফী দর্শন হতে বিমূখ হওয়ায় দেশে দেশে লাঞ্ছনা, নির্যাতনের স্বীকার হচ্ছে। হুজুর কেবলা এদেশে এসেছিলেন অবহেলিত মুসলমানদের ইসলামের মূলধারায় এনে ইসলামের সঠিক দিশা দিতে। তাদের মুক্তির পথে চলার জন্য বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ