বাঁশখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ  এরশাদ 
 চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ মে সোমবার বিকেলে উপজেলার কালীপুরস্থ সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার মোহাম্মদ  লোকমান। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইফতেহার হোসেন মহসিন,
উপজেলা এলডিপি’র সভাপতি ও খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুচ ছবুর চৌধুরী, কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট কাশেম চৌধুরী, রেজাউল হক চৌধুরী, সাইফুদ্দীন খালেদ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর,
এম. আবদুল হক, এডভোকেট শওকত ওসমান, বিএনপি নেতা জিয়াউদ্দীন, ফজলুল কাদের, এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক, দিদারুল আলম, মিসকাতুল ইসলাম, জাহেদুল হক, আলী হায়দার (রনি), অধ্যাপক শহিদুল আলম, মোঃ জামাল হোসে, সরওয়ার আলম আস্করি, খোরশেদ আলম আইয়ুব, মৌলভী হোছাইন, মোঃ শহীদুল আলম শহীদ, ইসলামুল হক মাসুদ, ওসমান গণি, মোঃ হাসান, আবদুস সবুর
, বাহাদুর আলম, মোঃ শাহেদ, মোঃ তারেক, রাহাত, আছিফ, মিজান, হান্নান রহিম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশ পরিচালনা করছে।
  জোর করে জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ ভাবে সরকার গঠন করেছে।  দেশে গুম খুন ও অনৈতিক কর্মকান্ড বেড়েছে।  প্রশাসনকে অবৈধ পথে পরিচালনা করে বিএনপি’র নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে।  এই সরকারকে প্রতিহত করে দেশে সুশাসন ফিরিয়ে আনার জন্য বিএনপি’র সকল তৃণমূল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবানও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ