বাশঁখালীতে বুদ্ধ পু‌র্নিমা উপল‌ক্ষে উপ‌জেলা প্রশাস‌নের সা‌থে মত ‌বি‌নিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
 সারাদেশর ন্যায় দুই দিন ব্যাপী নানান আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শান্তি ও নির্বিঘ্নে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে পারে মতো প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।বুদ্ধ পুর্ণিমা উপলক্ষ্যে বাঁশখালী উপজেলার ৬ টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের এক  মতবিনিময় সভা গতকাল  শুক্রবার বিকাল ৩টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন  বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির, শীলকুপ জ্ঞানোদয়ন বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোতানন্দ মহাস্থবির, বাশঁখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল স্থবির, সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীজিৎ থের, এস.ধর্মমিত্র থের, বাশঁখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, কাউন্সিলর দেলোয়ার হোসেন, শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, জিতেন্দ্র লাল বড়ুয়া, লোকপাল বড়ুয়া, অনু বড়ুয়া বাবু, রতন বড়ুয়া, অমিত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার প্রত্যেক বৌদ্ধ মন্দিরে সিসি ক্যামরা স্থাপন করা হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ