বিএনপি-জামায়াত প্রতিবন্ধীদের জন্য কিছুই করেনি: সমাজকল্যাণমন্ত্রী

ক্ষমতাসীন থাকাকালে বিএনপি-জামায়াত সরকার প্রতিবন্ধীদের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিক। তার নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে প্রতিবন্ধীরা সমাজের মূল স্রোতধারায় আসবে। এজন্য তার নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।’
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের হাছন নগরের সরকারি শিশু পরিবার, অটিস্টিক ও বৃদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, ‘শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। তিনি ওয়াদা করেছেন, দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করবেন।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বাবু প্রদীপ সিংহের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুনবী, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক কুহিনুর সুলতানা, সময় অফিসের পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মঞ্জুর মোরশেদ, ওসি (ডিবি) কাজি মোক্তাদির হোসেন, পুলিশ পরির্দশক আব্দুল লতিফ তরফদার প্রমুখ।
/বা.টি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ