‘এদেশে জামায়াতের রাজনীতি করার নৈতিক অধিকার নেই’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘জামায়াতে ইসলামী এ দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে অনেক আগে। এদেশে তাদের রাজনীতি করার কোনও নৈতিক অধিকার নেই, থাকতে পারে না।’
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘একাত্তরে জামায়াতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। একাত্তরে এ দল স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তান সৈন্যবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশে গণহত্যা চালিয়েছিল; নারী নির্যাতন করেছিল। এ ছাড়া, ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালাও-পোড়াও-লুটপাট করেছিল।’
তিনি আরও বলেন, ‘এসব অপরাধের জন্য জামায়াতের বিচার ও যারা এর নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারের দাবি জানিয়েছিল জনগণ। সেই বিচারকাজ আমরা শুরু করেছি। যুদ্ধাপরাধের জন্য জামায়াতের শীর্ষ নেতাদের বিচার হয়েছে। বিচারের দণ্ডও কার্যকর করা হয়েছে। আমরা মনে করি, একাত্তরের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে বহু আগেই জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘যে আদর্শ নিয়ে এ দল গঠিত হয়েছিল, সেই দলটা বিলুপ্ত হয়ে যাবে। এই দলের কোনও কর্মী, কোনও নেতা কোথায় কোনও দল গঠন করবে, সেটা সময়ই বলে দেবে।’
এসময় উপস্থিত ছিলেন– কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতাকর্মীরা।
/বা.টি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ