Recents in Beach

Google Play App

দেখা হয়নি চক্ষু মেলিয়া সাধনপুর জেলে পাড়ায় গিয়া

ডেস্ক রিপোর্টঃ
বাঁশখালী উপকূল রক্ষায় সরকারের ২কোটির ও অধিক বিনিয়োগের পর ও সাধনপুর জেলে পাড়ার ১ কিলোমিটার এলাকা জুড়ে বসবাসকারি  জেলেদের রক্ষার জন্য কোন প্রকল্প গ্রহন করেনি পানিউন্নয়ন বোর্ড। বছরের পর বছর ভাংতে ভাংতে পার্শ্ববর্তী খানখানা বাদের ইশ্বর বাবুর হাটিও শংখের গর্ভে বিলিন হয়েগেছে। অাগামি বর্ষার অাগে (জিওবি) থেকে ও যদি কোন প্রকল্প গ্রহন করা না হয়, তাহলে অাগামি বর্ষায় এই জেলে পাড়ার বিলুপ্তি ঘটবে। গত সোমবার  (১১-২-১৯)সরেজমিন পরিদর্শনে সংঙ্গু নদীর পাড়ে ঘুরে স্হানিয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ