Recents in Beach

Google Play App

কারাবন্দী মায়ের শিশুদের সাথে সময় কাটালেন সিটি মেয়র

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম কারাগারে বন্দী মায়ের সাথে তাদের অনুর্ধ ছয় বছর বয়সী শিশুদেরকেও কাটাতে হয় বন্দীজীবন। বন্দী মায়ের লৌহ কপাট শৃঙ্খলে শৃঙ্খলিত হয় এ অবুঝ শিশু জীবন। চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বন্দী মায়ের শিশুদের মনোবিকাশে কারা অভ্যন্তরে চালু করেছে  কেয়ার সেন্টার। আজ বিকালে চট্টগ্রাম কারাগার পরিদর্শনে গেলে প্রথমেই  বন্দী মায়ের শিশুদের দেখতে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি সেন্টারে অবস্থানরত শিশুদের সাথে খুনসুঁটিতে মেতে উঠেন। এমন সময় মেয়র তাদের প্রত্যেকের হাতে চকলেট তুলে দেন। চকলেট পেয়ে মহাখুশি শিশুরা আনন্দে লাফাতে থাকে। তারা কেউ কেউ দৌঁড়ে গিয়ে পাশের সেলে থাকা মাকে দেখায় মেয়রের দেয়া চকলেট। পরে মেয়র নারী বন্দী সেলসহ বন্দী সেল পদ্মা,বিপ্লবী তারকেশ্বর সেল পরিদর্শন করেন। মেয়র কারাগারে ডাস্টবিন, টেলিভিশন,মশার ঔষধ  এবং শিশুদের খেলনা সামগ্রী প্রদানের প্রতিশ্রুতি দেন। 
এসময় মেয়রের সাথে চট্টগ্রাম কারা উপমহাপরিদর্শক একেএম ফজলুল হক,সিভিল সার্জন মো আজিজুর রহমান, সিনিয়র জেল সুপার মোস্তফা কামাল, চসিক প্রধান প্রকৌশলী লে কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রকৌশলী বিপ্লব দাশ, অসীম বড়ুয়া, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দীকী, কারা হাসপাতাল সহকারী সার্জন মো মোস্তাফিজুর রহমান, জেলার নাসির আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মো আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য