আজ সোমবার (১৮ই নভেম্বর) দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশের সাহায্যে অটোরিকশাটি জব্দ করা হয়।
নিহত অবিনাশ ধর গুনাগরী এলাকার বাসিন্দা এবং কালীপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের বিপিন চন্দ্র ধরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে সুমন ধর জানান, বাবা তার পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়ার জন্য বাড়ি থেকে বৈলগাঁও যাচ্ছিলেন। যাওয়ার পথে ব্রাহ্মণপাড়া টেক এলাকায় পৌঁছালে বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরিফ জানান, অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরো জানায়, অটোরিকশা চালক কাথরিয়া ইউনিয়নের মৃত শামসুল হক এর ছেলে মাহমুদুল হক (৪৫ ) কে আটক করা হয়েছে । চালক এসময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানান, তিনি।
0 মন্তব্যসমূহ