বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ে মেধাবি ও গরীব ২৯০ জন ছাএ ছাএীদের মাঝে ব্যাগ ও ১১৪টি টয়লেট বিতরন

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালীর ঐতিহ্যবাহী বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়  সংবর্ধনা অনুষ্ঠান গত ২১ জানুয়ারি  সকাল ১১ ঘটিকার সময়
বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্র শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে  আমেরিকান স্যারিটেবল অর্গানেজিশন (বাচাও)সংস্থার মাধ্যমে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবি ও গরীব ২৯০ জন ছাএ ছাএীদের মাঝে ব্যাগ ও  ১১৪টি টয়লেট, টিন ও ৪টি খুটি সহ বিতরন করেন 

বিদায়ী সংবর্ধনা সভাটি রত্নপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন চৌধুরীর সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন
 তাসফিয়া সুলতানা ও হামিদ হাসান, অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকের হোসাইন, সাবেক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা মুহাম্মদ কলিম উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজ আহমদ, হারুনুর রশিদ, মনছুর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দীন, ডা. হারেস, মোঃ রফিক, মোঃ বশর প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ