বিভাগীয় পর্যায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল বঙ্গবন্ধু ফুটবলে কক্সবাজার বঙ্গমাতায় বি.বাড়িয়া চ্যাম্পিয়ন

মোহাম্মদ এরশাদঃ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলা দল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কক্সবাজার জেলা দল ৩-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে। এ খেলায় সর্বোচ্চ গোলদাতা কক্সবাজার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মো. নয়ন মনি এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্রাহ্মণবাড়িয়া সদর মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইমন আহমেদ বাঁধন।
একই সময়ে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ১-০ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ খেলায় সর্বোচ্চ গোলদাতা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফা আক্তার এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, চাঁদপুর শাহরাস্তি শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া আলম মিতু।
এদিকে উভয় টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারণী খেলা এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয়। এতে বঙ্গমাতায় চাঁদপুর জেলা দল ১-০ গোলে চট্টগ্রাম জেলা দলকে এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দল ওয়াকওভার পেয়ে ৩য় স্থান অর্জন করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রিটন কুমার বড়–য়া ও তাসমীন আকতার কাকলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা সহকারী পরিচালক রাশেদা বেগম, পিটিআই সুপারিনটেনডেন্ট কামরুন নাহার, পটিয়া পিটিআই’র ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট তপন কান্তি দাশ, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর মাস্টার শাহাদাত, মাকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহাবুব, আফছারুজ্জামান, প্রবীণ ঘোষ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তাপস কুমার পাল, শিক্ষা অফিসার, হৃষীকেশ শীল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. জহির উদ্দিন চৌধুরী ও মো. মামুন কবির প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ