বাঁশখালীতে ১০হাজার পিস ইয়াবাসহ ফেরিওয়ালা গ্রেফতার

মোহাম্মদ বেলাল উদ্দিন,বার্তা সম্পাদকঃ
বাঁশখালী-পেকুয়া সীমান্তের ফুটখালী ব্রীজের চেকপোষ্টে ১০হাজার ইয়াবাসহ আলহাজ(৩৫) নামের এক কাপড়ের ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।কাপড় ফেরি করে বিক্রির আড়ালে চলত তার ইয়াবা কারবার।সে টাঙ্গাইল জেলার ভুঁয়াপুরের হানিফের পুত্র।ভুঁয়াপুরের একজন ইউপি সদস্যের যোগসাজশে আলহাজ দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে,আলহাজ একজন শাড়ি ও থানকাপড় বিক্রেতা।তিনি কাপড় ফেরি করে বিক্রির আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে টাঙ্গাইলে পাচার করতেন।গত মার্চে ভুঁয়াপুর থানায় আবদু ছালাম মেম্বার ও তার বিরুদ্ধে মামলা হয়।এরপর থেকে দুজনই পলাতক ছিল।এ চক্রটি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করতো।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন হীরা বলেন,"গাড়িতে করে ফুটখালী ব্রীজের কাছে আসতেই তাকে সন্দেহ হলে তল্লাশী করে ৫০টি প্যাকেটে ১০হাজার ইয়াবা পাওয়া যায়।ভুঁয়াপুরের একজন ইউপি সদস্যের হয়ে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল।আলহাজের মুঠোফোনে ইতিমধ্যে বেশ কয়েকবার ফোন করেছে ওই ইউপি সদস্য।যে কারণে আমরা দুজনকেই মামলায় আসামী করা হয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ