ফেনীতে জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান

বিএন ডেস্কঃ
ফেনী রেল স্টেশনের মাদক ব্যবসার একাংশ অনেকদিন ধরেই নিয়ন্ত্রণ করে আসছে মাদক সম্রাজ্ঞী পারুল আক্তার ওরফে বেরাজনী ও তার স্বামী মো: সোহেল ওরফে কালু। এ অভিযোগের ভিত্তিতে আজ রবিবার (১ এপ্রিল) দুপুরে ফেনী রেল স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

ফেনী রেল স্টেশনের মাদক ব্যবসার একাংশ অনেকদিন ধরেই নিয়ন্ত্রণ করে আসছে মাদক সম্রাজ্ঞী পারুল আক্তার ওরফে বেরাজনী ও তার স্বামী মো: সোহেল ওরফে কালু। এ অভিযোগের ভিত্তিতে আজ রবিবার (১ এপ্রিল) দুপুরে ফেনী রেল স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

অভিযানে কালুর কাছ থেকে ৫কেজি গাঁজা, বেরাজনী এর কাছ থেকে ৫কেজি গাঁজা ও মোশাররফ হোসেন এর কাছ থেকে ৬কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। আদালত মো: সোহেল ওরফে কালুকে(২৮) দুই বছর ও পারুল আক্তার ওরফে বেরাজনীকে(৩৫) দুই বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
মোশাররফ হোসেনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানের শুরুতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন কালু। পরবর্তীতে পানিতে লাফ দিয়ে মোবাইল কোর্ট টিম ধরে ফেলে কালুকে।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান, জি আর পি উপ-পরিদর্শক আবদুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা।
সূত্রঃ ডি/এল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ