বাঁশখালীতে স্কুল ছাত্রী উত্ত্যক্ত করায় যুবকের কারাদ-

বি,এন ডেস্কঃ
বাঁশখালী কাথারিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গতকাল (রবিবার) দুপুরে ইলেক্ট্রেশিয়ান মামুনুর রশিদ (২৩) নামের এক যুবককে ১মাসের জেল প্রদান করেছেন।
আদালত সূত্রে জানা যায়, কাথারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরইতলী গ্রামের মোহাম্মদ লেদু মিয়ার ছেলে মামুনুর রশিদ একই এলাকার (বরইতলী) গ্রামের বাসিন্দা মোহাম্মদ সৈয়দ আহম্মদের ১০ম শ্রেণী পড়–য়া কন্যাকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে গতকাল (রবিবার) স্কুল ছাত্রীর পিতা সৈয়দ আহম্মদ বাদি হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত দ-বিধির ৫০৯ ধারায় অভিযুক্ত হওয়ায় মামুনুর রশিদকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। কাথারিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ছগির বলেন, স্কুল ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় এক যুবককে কারাদ- প্রদান করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্টেট আদালতে মামুনুর রশিদ নামক এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। যুবকটিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রঃ দৈনি পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ