ফেনীর ফতেহপুরে রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের কারণে গ্রামীণ সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় গ্রামবাসির মানববন্ধন

বিএন ডেস্কঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন ‘ফতেহপুর রেলওয়ে ওভারপাস (ফ্লাইওভার)’ কারণে ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষের জেলা সদর দপ্তরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার দুপুরে ফতেহপুর ফ্লাইওভারের পার্শ্বে স্থানীয় জনগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ ব্যাপারে দীর্ঘ মানববন্ধন করেছে।
মানববন্ধনে স্থানীয় জনগণের পক্ষে বক্তব্য রাখেন সংগঠক মুহাম্মদ আবু তাহের ভূইয়া। তিনি অভিযোগ করেন, নির্মাণাধীন ফতেহপুর ফ্লাইওভারের উভয় পাশে দুই কিলোমিটারব্যাপি উচু সাইডওয়াল নির্মণের কারণে স্থানীয় ‘উলফতের নেসা-বক্তারমুন্সী সড়ক’, ‘উত্তর জাহানপুর সড়ক’সহ চারটি সড়কে চলাচলের সকল পথ বন্ধ রয়েছে। ফতেহপুর, জাহানপুর, ভাস্কর, রামপুর, রাস্তারখিল, এলাহীগঞ্জসহ ২৫টি গ্রামের জনগণের একমাত্র ভরসা এই চারটি সড়ক। এসব গ্রামের লক্ষাধিক জনগণকে ফেনী শহরে যাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়ত করতে হয়। ফতেহপুর ফ্লাইওভার নির্মাণের ফলে এসব সড়ক দিয়ে হাটা-চলাসহ সকল প্রকার যানবাহন যোগাযোগ বিছিন্ন হওয়ায় মানুষ চরম দূর্ভোগে পড়েছে।


শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, ফ্লাইওভারের নীচ দিয়ে চলাচলের জন্য আন্ডরপাস নির্মান করতে হবে। এজন্য সড়ক পরিবহন মন্ত্রী ও সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রামবাসির জনজীবন স্বাভাবিক রাখবে এমনটাই আশা করছেন।
প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে যানজট নিরসনে ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের উপর ফতেহ্পুর ফ্লাইওভার নির্র্মাণ প্রকল্পটি গত তিন বছর পূর্বে শুরু হয়ে বর্তমানে নির্মাণ শেষ পর্যায়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ