জয়নগর মাদক বিরোধী সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃআরিফ মিয়া,জামালপুরঃ
জামালপুর জেলার সরিষাবাডী উপজেলার ৬নং ভাটারার জয়নগর গ্রামে একটি বাউল সংগঠন এর ১ম বার্ষিকী অনুষ্ঠানে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কিতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি বোরহান উদ্দিন বাদল,৬নং ভাটারা ইউনিয়ন চেয়ারম্যান,বিশেষ অতিথি এস ফিরোজ সভাপতি রফিকুল ইসলাম (হিরু), সহ সভাপতি রিপন মাহমুদ, সাধারন সম্পাদক মোশারফ হোসেন বিটুল সহযোগিতায় পাঞ্জারি সংগঠনের ও বাউল সংগঠনের সদস্যবৃন্দ। এই সংগঠনটি প্রথম থেকে বাউল সঙ্গিত করে আসছে এবং মাদক বিরোধী করে চলছে। এ সংগঠনের কর্ম দক্ষতা ও উদ্ধুক দেখে সকল স্তরের মানুষ সংযুক্ত হয়। এ আলোচনা সভার মূল কথা হলো "মাদক নয় মাদক মুক্ত সমাজ চায়" বাদল বলেন আমাদের সকল স্তরের মানুষ প্রায় মাদকা আসক্তি এর মধ্যে যুব সমাজ বেশি।আজকের যুবকরা আগামী দিনের সম্পদ এই সম্পদকে নষ্ট করছে এই মাদক থেকে যুব সমাজকে বাঁচানো প্রয়োজন। তা আমাদের সকলের দায়িত্ব অবশেষে সাংস্কিতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ