ছনুয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন


মোহাম্মদ দেলোয়ার হোসেন,কলেজ প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির উদ্দিন ভূঁঞা, সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন। সম্মেলন উদ্বোধন করেন- ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক। বক্তারা বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করে।
ছাত্রলীগ মানুষের অধিকার অর্জন ও ন্যায় প্রতিষ্ঠায় দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বিজয়ের মালা অর্জন করেছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগকে সুসংগঠিত করতে হবে তাদের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে এবং নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফেনীতে যেসব উন্নয়ন সাধিত হয়েছে তা সাধারণ মানুষের মাঝে জানাতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সুসংগঠিত ছাত্রলীগই নৌকার বিজয়ে কাজ করবে বলে তারা বিশ^াস করেন। ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরমান শাহাদাতের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-ছনুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আইউব আলী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জিয়া উদ্দিন বাবলু, প্রিয়তোষ বৈদ্য, যুগ্ম সম্পাদক ইকরাম উদ্দিন আল রিয়াদ, আকবর মিল্লাত, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মরণ চন্দ্র ভৌমিক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মজুমদার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নায়েব চৌধুরী, বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ