বাঁশখালীর শিলকুপ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

মোহাম্মদ এরশাদ
 চট্টগ্রামের বাঁশখালী উপজেলার
শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ টি পরিবারের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  আজ (২৯ আগস্ট ) রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসত ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মো. মোস্তাক ওরফে টুনু মিয়ার ছেলে মো. হাছান নুর, মো. হোছাইন নুর, স্ত্রী নুর জাহান; মৃত নুরুল হকের ছেলে মোক্তার আহমদ, আবচার উদ্দীন, আজগর হোসেন; মৃত গোলাম রসূলের ছেলে মো. এরশাদ ও আহমদ কবিরের স্ত্রী আরজ খাতুনের ঘরসহ ওই এলাকার ছয়টি বসতঘ এবং ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর আলম জানান, এঅগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মাথা গোঁজার একমাত্র বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ গৃহপালিত পশু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার-পাঁচ জন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি।অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হলেও রাস্তা সংকীর্ণ ও বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের ইউনিট সময় মতো ঘটনাস্থলে যেতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ