চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে
পদদলনে নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রীকে চাকরি দিয়েছে ভেটেরিনারি ও অ্যানিমেল
সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বুধবার কৃষ্ণপদর স্ত্রী চন্দনা দাশের হাতে অস্থায়ী নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতমবুদ্ধ দাশ।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের
বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের অফিস সহায়ক হিসেবে চন্দনাকে পদায়ন করা হয়েছে। গত সোমবার নগরীর আসকার দিঘীর পাড়ের রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন
চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে পাহাড়তলী
থানার উত্তর কাট্টলী খেজুরতলার বাসিন্দা কৃষ্ণপদ পেশায় ছিলেন জাল বিক্রেতা।
তার পাঁচ ও এক বছর বয়সী দুইটি সন্তান রয়েছে
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
0 মন্তব্যসমূহ