বাঁশখালী পৌর এলকায় আগুনে পুড়ে নিহত ও আহত পরিবারকে অর্থ প্রদান: নায়েব আলী

মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভাধীন উত্তর জলদীর ভাদালিয়া এলকার ফজর আলী তালুকদারের বাড়ীতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সয়ম রান্নাঘর থেকে আগুন সূত্রপাত হয়ে বাড়ী পুড়ে ছাই হয়। এ দুঘটনায় প্রবাসী হাফেজ তৈয়্যাবের স্ত্রী হামিদা বেগম (২৮) ও) মেয়ে ছাইমা আক্তার (১০) গুরুতর আহত হয়। তাদের পরিবারকে সরকারিভাবে নগদ অর্থ প্রদান করেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ নায়েব আলী। এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীসহ কালীপুর ইউপি সদস্যবৃন্দ।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ নায়েব আলী কালীপুর ইউনিয়ন পরিদর্শনের পর ইউপি ভবনে নিহত ও আহত পরিবারের পক্ষ ক্বারী আব্দুল মন্নানকে নিহত হামিদা বেগমের দাফন-কাফন বাবদ ২০হাজার টাকা ও আহত ছাইমা আক্তারের চিকিৎসা বাবদ ৫হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রতিবেদকে বলেন, উত্তর জলদী ভাদালিয়া গ্রামে গতরাত্রে আগুনে পুড়ে ৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাতক্ষনিকভাবে নিহত হামিদা বেগমের দাফন-কাফনের খরচ বাবদ ২০ হাজার টাকা ও আহত ছাইমা আক্তারের চিকিৎসা বাবদ ৫হাজার টাকা প্রদান করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ