শেখেরখীলে জেলেদের মাঝে চাউল বিতরণ করেণ: ইউপি চেয়ারম্যান ইয়াছিন
|
মোহাম্মদ ছৈয়দুল আলম:
বাঁশখালীর উপজেলার
শেখেরখীল ইউনিয়ন পরিষদের (২২শে
নভেম্বর ) বুধবার সকাল ১০টায় মৌসুমী মা
ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য শেখেরখীল ইউনিয়নের জেলেদের মধ্যে চাউল বিতরণ করেন শেখেরলীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোহাম্মদ ইয়াছিন। এসময়
উপস্থিত ছিলেন, এসময়
উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্যা রিজিয়া বেগম,
মোরশেদা বেগম রেহেনা আক্তার, ইউপি সদস্য মোহাম্মদ জাকেরুল হক, সামশুল আলম, আব্দুল খালেক,
মাসুদ, মোহাম্মদ
জকরিয়া রবেল, দিলিপ দেব, সাকেরুল হক, দেলোয়ার
হোসেন, মৌলভী ইউনুচ, পরিষদের সচিব অরুন জয় ধর দেব সহ গ্রাম পুলিশ সদস্যরা।
৪৬০ জেলেদের
মাঝে ২০ কেজি করে চাউল বিতরন করেন।
জেলেদের উদ্দেশ্যে ইউপি
চেয়ারম্যান বলেন, মৌসুমী মা ইলিশ আহরণ থেকে
বিরত থাকার জন্য সরকারীভারে এই চাউল বিতরণ করা হয়েছে। এবং মা ইলিশ শিখার না করে বড়
হওয়ার সুযোগ দিলে জেলেদেরও তো বেশি লাভ হয়।
|
0 মন্তব্যসমূহ