মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ইসলামিক সংগঠন ছনুয়া আল কোরআন প্রচার সংস্থার মাহফিল ১৬ডিসেম্বর শনিবার তারিখে অনুষ্ঠিত হবে।ছনুয়া সাম্বলীর পাড়া মসজিদের দক্ষিণ পাশের ধানি জমিতে এই মাহফিলের প্যান্ডেল তৈরী করা হবে।অত্র সংস্থার সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে এই দিনটি ধার্য্য করা হয়েছে।প্রতিবছরের ন্যায় এবছরও বহু দেশ বরেণ্য উলামায়ে কেরামগণকে দাওয়াত করা হয়েছে।অন্যদিকে ছনুয়া আল-কোরআন প্রচার সংস্থার উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.)মাহফিলটি সফল ও সার্থক করতে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি।উক্ত মাহফিলে শরীক হয়ে অসীম সওয়াবের ভাগী হউন এবং দোজাহানের কামিয়াবী হাছিল করুন।
0 মন্তব্যসমূহ